ফরিদপুর পৌরসভা উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুল ইসলাম বাদল কে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদপুর পৌরসভার বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার বেলা ১ টায় এ বিদায় সম্বর্ধণা অনুষ্ঠানটি বিদ্যুৎ শাখায় অনুষ্ঠিত হয়, এতে ফরিদপুর পৌরসভার দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম বাদল।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, বিদ্যুৎ বিভাগের কর্মী মোসলেম উদ্দিন মুসা, সুপারভাইজার মানিক কুমার দাস।
এ সময় বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম বাদলের দীর্ঘায়ু কামনা করা হয়। এবং অবসর জীবন যাতে সুখে শান্তিতে কাটাতে পারেন পরম করুণাময়ের নিকট সে প্রার্থনা করা হয়।