জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবাষির্কী উপলক্ষে ফরিদপুরের বৃক্ষ প্রেমিক সেই স্কুল শিক্ষক মো: নুরুল ইসলাম এবার শহরে শিউলী ও বকুল ফুলের গাছ রোপন করেছেন।
মঙ্গলবার(৯আগষ্ট) সকালে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম শহরের শিশু একাডেমির সামনের সড়ক ও সরকারী রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে ১০টি শিউলী ও ১০টি বকুল ফুল গাছের চারা রোপন করেন।এসময় তিনি গাছগুলোকে বাঁশখুটি দিয়ে ঘিরে দেন।এবং নিয়মিত পরিচর্যা করার জন্য সকল প্রকাশের পদক্ষেপ গ্রহন করেন।
ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় নিবাসী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকিরের বড় ছেলে স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার দীর্ঘদিন ধরে ফরিদপুরের নানা সড়কের পাশে বিভিন্ন রকমের বৃক্ষ রোপন করে আসছেন। এর আগে তিনি ফরিদপুর শহরের দৃষ্টি নন্দন ও সৌন্দর্য্য বাড়াতে শিুশু একাডেমীর সামনের রাস্তা,তারার মেলা স্কুল সড়ক,জিলা স্কুলের সামনের রাস্তায় এবং বায়তুল আমান বিএড কলেজের সামনে খিচুড়ী উৎসব মাঠের চারপাশে পাচঁ শতাধিক সুপারীগাছ রোপন করেছেন। শিক্ষক মোঃ নুরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে ৭হাজার তালগাছ বীজ বোপন, ২হাজার খেজুরগাছের বীজ বোপন, শতাধিক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপন করেছেন।এছাড়া প্রায় সারা বছরই তিনি সুযোগ পেলেই রাস্তার পাশে বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছ লাগিয়ে থাকেন।
শিক্ষক নুরুল ইসলাম জানান, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশী বেশী করে গাছ লাগাই।