বাংলাদেশ এনজিও ফেডারেশন- এফএনবি ফরিদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা সোমবার দুপুরে শহরের গোয়ালচামটেস্থ ব্যুরো বাংলাদেশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়। এফএনবি ফরিদপুর জেলা শাখার নব নির্বাচিত সভাপতি কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আর্ব্দু রাজ্জাক মোল্লা, জেলা সমাজসেবা অফিসার এ,এস,এম আলী আহসান,এফ ডি এর নির্বাহী পরিচালক মোঃআজহারুল ইসলাম,একেকের নিবার্হী পরিচালক এম এ জলিল, বিএফ এফ এর নিবার্হী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লুওর নিবার্হী পরিচালক মো: হাফিজুর রহমান মন্ডল,রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে সর্ব সম্মতিক্রমে ্এসডিসির নিবার্হী পরিচালক কাজী আশরাফুল হাসানকে সভাপতি এবং বিএফএফ এর নিবার্হী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।