স্টাফ রিপোটার :
হাজার বছর ধরে বাঙালি জাতি যে স্বপ্ন দেখেছিল তা আজ সত্যি। প্রমত্তা পদ্মা নদীর উপরে নির্মিত পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। এ আনন্দের উল্লাসে উদ্বেলিত ফরিদপুর শহরসহ প্রতিটি অঞ্চল। পদ্মা সেতুর উদ্বোধনে বাধ ভাঙ্গা জোয়ারে মাতোয়ারা ফরিদপুরবাসী
এ দিনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কাক ডাকা ভোর থেকে সব মহলে শুরু হয়ে যায় প্রস্তুতি। ইতিহাসের স্বাক্ষী হতে যে ষেভাবে পেরেছে দিনটি র্পালনের প্রস্তুতি নিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশে সুপার মো. আলিমুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসে। পরে জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নেতৃত্বে আয়োজিত বর্ণিল শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটির গন্তব্য ছিল ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম। সেখানে বড় পর্দায় এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল।
শোভাযাত্রাটি মুজিব সড়ক দিয়ে জেনালের হাসপাতালের সামনে দিয়ে ব্রাহ্ম সমাজ সড়ক দিয়ে আলাউদ্দিন কমিউিনিটি সেন্টারের সামনে দিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের উত্তর দিকে অবস্থিত ফরিদ শাহ সড়ক দিয়ে স্বাধীনতা চত্ত্বর হয়ে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। নারী, শিশু, তরুণ, তরুণী, যুবক ও পৌঢ়দের পদভাবে মুখরিত হয়ে ওঠে মুজিব সড়ক।
প্রত্যক্ষদর্শীরা জানায় শোভাযাত্রাটি এতই বড় হয়েছিল এর সম্মুখ ভাগ যখন স্টেডিয়ামে ঢুকে পড়ে তখন জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে ছিল শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের ভীড়।
শোভাযাত্রায় স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, পুলিশ, কবি, সাংবাদিক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো সড়ক কানায় কানায় ঢেউ খেলছিল স্বদেশ প্রেমের স্লোগানে। ঢাক, ঢোল আর সানাইয়ের সুরে তখন হাতে হাতে নাচছিল জাতীয় পতাকা হাতে নিয়ে।
স্টেডিয়ামের গ্যালারিগুলি ও মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেখানে পদ্মা সেতুর আকারের আলোকে মঞ্চ বানানো হয়। সেখানে জাতীয় সংগীতের সাথে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন তখন পায়রা ও বেলুন উড়িয়ে দেওয়া হয়। বেলুনের সাথে পদ্মা সেতুর উদ্বোনী ফেস্টুন উড়িয়ে দেওয়া হয়। এরপর সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা,শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এমএ সামাদ,পৌর প্যানেল মেয়র মো: মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্কুল-কলেজসহ সর্বস্তরের লোকদের মধ্যে ‘পদ্মা সেতু যোগাযোগ ও সমৃদ্ধির নতুন দিগন্ত’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া স্বরচিত কবিতা, ছড়া, গান ও গল্প প্রতিয়োগিতার আয়োজন করা হয়। বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে রাতে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে আলোকোৎসের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে ‘পদ্মা সেতু ঃ অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকোৎসের আয়োজন করা হয়েছে।