ফরিদপুরের প্রখ্যাত লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির স্মরণে তিনদিনব্যাপী হাজেরা বিবি পৌষ মেলা সোমবার (১৯ ডিসেম্বর)রাতে শেষ হয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর ফরিদপুর শহরতলীর শোভারামপুর এলাকায় হাজেরা বিবির মাজার প্রাঙ্গনে হাজেরা বিবি ফাউন্ডেশন এর উদ্যোগে তিনদিন ব্যাপী এই পৌষ মেলা শুরু হয়।সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যানুরাগী, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলু।
হাজেরা বিবি ফাউন্ডেশনের সভাপতি মো:আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্টানে হাজেরা বিবি ফাউন্ডেশনের সহ-সভাপতি হায়দার আলী মন্ডল, মেলা উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রব ফকির,মেলা উদযাপন কমিটির যুগ্ন- আহবায়ক মেহেদী হাসান বাবু ও মনোয়ার হোসেন,লোক সংগীত সম্রাজ্ঞী হাজেরা বিবির নাতনী লাবনী আক্তার জ্যোৎস্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী মেলা মঞ্চে ১৭ ডিসেম্বর ফোক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাহনাজ বাবু এবং রংধনু ব্যান্ডের শিল্পিরা ।১৮ ডিসেম্বর মেলা মঞ্চে বিচার গান পরিবেশন করেন পাপিয়া বয়াতী ও সোহাগ বাউল।এবং মেলার শেষ দিনে মেলা মঞ্চে রেইন বো শিল্পি গোষ্টি তাদের পরিবেশনা করবে।এছাড়া সমাপনী অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলুর কন্ঠে লোক সংগীত করে দর্শক শ্রেতার হৃদয় কাড়ে।