আগামীকাল ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন। শেষ মুহুর্তের নিবাচন প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। গোটা এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে শেষ হওয়া নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থী ও ভোটারেরা রয়েছেন খোশ মেজাজে। শেষ মুহুর্তের প্রচারনায় বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত শীত উপেক্ষা করে গ্রামগঞ্জের হাট-বাজারে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠছে। ভোটারদের মন জয় করতে বিভিন্ন গানের ছন্দে ভোট চাচ্ছেন প্রার্থীদের সমর্থকেরা। নয়টি ইউনিয়নের অলিগলি প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। নির্বাচনে ৯টি চেয়ারম্যান পদের বিপরীতে মাঠে লড়ছেন ৭১জন প্রার্থী। ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ৯৮ এবং ৮১জন সাধারণ সদস্য পদের বিপরীতে ৩০৪ জন ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু ভোটারের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা এলাকার মানুষের সুখে দুখে সব সময় পাশে থাকেন। এবারের নির্বাচনে ভিন্নধর্মী প্রচারনার কৌশল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। মহিলা কর্মীদের মাঠে নামিয়েছেন একাধিক প্রার্থী।