মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে চিত্রাংকন উৎসব অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত ‘শিক্ষার্থীদের চোখে শহীদ মিনার’ শীর্ষক চিত্রাংকন উৎসব এর উদ্বোধন করেন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এস এম নুরুন্নবীর সহধর্মীনি বেগম আনোয়ারা নুরুন্নবী। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ,সাংবাদিক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নুল আবেদিন ও নাট্যকার ম আহমেদ নিজাম বক্তব্য রাখেন।
চিত্রাংকন উৎসবে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী শহীদ মিনার অংকন করে। ছবিগুলো খুব শিঘ্রই প্রদর্শিত হবে।