এ মাহফিলের বক্তব্য রাখেন আলীপুর সুফী দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আব্দুল মজিদ আল চিশতি নিজামী, ভাটি লক্ষ্মীপুর দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আব্দুস ছামাদ আল চিশতি নিজামী, ডোমরাকান্দী সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরী, সহ স্থানীয় ওলামা কেরামগন। এ সময় পীরজাদা মোঃ সাহিদ মোল্লা আল চিশতি নিজামী, পীরজাদা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম আল চিশতি নিজামী, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হোসেন মাসুদ স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মপ্রান মুসুল্লিগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।দোয়া ওমোনাজাত প৫রিচালনা করেন পরিচালনা করেন তুলাগ্রাম কোরবানীয়া চিশতীয়া দরবারের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফী মোঃ কোরবান আলী আল চিশতী নিজামী।