ফরিদপুরে যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি শুরু হয় শহরের গোয়ালচামটে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেস ক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।
এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিজয় র্যালি বের করা হয়। এরপর ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে মুক্তিযুদ্ধে নিহত শহিদদের গণকবর জিয়ারত করা হয়। সকাল সাড়ে ৯টায় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। সেখানে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।