ফরিদপুর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতল ফরিদপুরের প্রায় দুই লাখ শিক্ষার্থী। ১ জানুয়ারি সকালে শহরের ঝিলটুলির আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের জন্য সরকারের উপহার। নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা করবে। তিনি বলেন, আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিটন আলী, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালেয়র প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন প্রমুখ। এ বছর ফরিদপুর জেলায় ৯ উপজেলায় মোট এক লাখ ৮৬ হাজার ৯৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়।