আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেসক্লাবে জেলা বিএনপির উদ্যোগে সাংবাদিক সমে্মেলন অনুষ্টিত হয়েছে।
এ সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
রিঙ্কু বলেন, বিএনপির গণসমাবেশে ফরিদপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে তারা সমাবেশে যোগ দিবেন। শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও গণমাধ্যম সহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ন- আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহা নগর বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক এবি সিদ্দিক মিতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।