শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফরিদপুরে বিদেশী ৭টি ভাষায় ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ উপস্থাপন ফরিদপুরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের ফ্রি মেডিকেল ক্যাম্প নারী ক্ষমতায়ন ও সমাজ সেবায়  ‘আলোকিত নারী সম্মাননা ’২০২৩ পেলেন ফরিদপুরের বিলকিস ইসলাম  সাদীপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন সরকারি রাজেন্দ্র কলেজের  দুই শিক্ষার্থী ফরিদপুরের প্রয়াত সংগীত গুরু ওস্তাদ করুণাময় অধিকারী ও অমল ঘোষের স্মরণ সভা পাঠশালা স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত  ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে অমর একুশে পালিত

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

ভয়েস অব ফরিদপুর নিউজ :
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬৮ Time View

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৪ হিজরী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার(৯অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদদীন হল প্রাঙ্গনে পৌছে। সেখানে বেলা ১০টায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোছাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শ নিয়ে প্রবন্ধ পাঠ করেন শাহ্ ফরিদ  জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপর বক্তব্য রাখেন বাকিগঞ্জ ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম কাশেমী, ময়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কবির আহমাদ, হামদ নাতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জান্নাতুন নাঈম প্রমুখ ।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সরকারি রাজেন্দ্র্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান সহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, খতিব ও ইমাম, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপরে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102