ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উদ্যোগে দোয়া মাহফিল,জন্মদিনের কেক কাটা, হৃদয়ে শেখ রাসেল শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহআরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে শিশুদের মুখে কেক তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো: শাহজাহান। পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনা করা হয়।