ফরিদপুরে হত দরিদ্র ও নদীভাঙ্গন কবলিত এলাকার ১হাজার ৭৫০টি পরিবারে মাঝে ২কেজি করে কোরবানীর গরুর মাংস বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারি’জ ফ্রেন্ডশিফ ফোরাম- বিএফএফ ।
শুক্রবার (৩০ জুন)সকাল সাড়ে ১০টায় ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দির এফ ডি এ’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী,ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী , এফডিএ নির্বাহী পরিচালক মোঃ আজারুল ইসলাম, ইসলামিক রিলিফ প্রতিনিধি আমিনুল কাইয়ুম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,পি ডাবলু ‘র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান,রাসিনের সমন্বয়কারী সিরাজ-ই কবীর খোকনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারি’জ ফ্রেন্ডশিফ ফোরাম- বিএফএফ গত প্রায় ১৮ বছর যাবত দারিদ্রপীরিত পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরন করে আসছে।