সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শনিবার ঈদুল আযহা পালন করেছে ফরিদপুর বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ গ্রামের তিন সহস্রাধীক মানুষ।
সকাল সাড়ে ১০ টায় রুপাপাত উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বোয়ালমারীর কাটাগড় গ্রামের বাসিন্দা মাহিদুল হক বলেন, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল এবং আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা ও শুকুরহাটা সহ এই ১৩টি গ্রামের প্রায় তিন সহস্রাধীক মানুষ ঈদ উদযাপন করবেন।
তিনি বলেন, আজ সালাত আদায় করলেও কোরবানি আমরা আগামিকাল করবো।
রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির ঈদুল আজহার নামাজ পড়ান। তিনি বলেন, প্রায় চারশো লোক নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও স্থানীয় মাইটকোমরা পুরাতন জামে মসজিদ, নতুন জামে মসজিদ, কাটাগড় পুরাতন জামে মসজিদ, দিঘিরপাড় জামে মসজিদ, বারাংকুলা গ্রামে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।