ফরিদপুরে বেগম রোকেয়া দিবস , আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং জয়িতা সম্মাননা প্রদান-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে শুক্রবার(৯ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ । মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা( বিপি ) ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে পাঁচজন সন্মানিত জয়িতা কে ক্রেষ্ট, সম্মাননাপত্র, ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় প্রদান করা হয়।