ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা নিবাসী তরুন সমাজসেবক মোঃ আব্দুল আউয়াল ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজিউন)। চিকিৎসাধিন অবস্থায় তিনি ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউশনে রবিবার (১৪ আগষ্ট) রাত সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৪৮ বছর। আউয়ালের মৃত্যুর খবর ফরিদপুরে পৌছাইলে তার গ্রাম ভাজনডাঙ্গা ও সাদীপুরে শোকের ছায়া নেমে আসে।মোঃ আব্দুল আউয়াল ঢাকায় গনপূর্ত বিভাগে কর্মরত ছিলেন। ঢাকার হেলেন বাড়িস্থ সরকারী বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে দুদিন আগে তাকে হৃদরোগ ইনষ্টিটিউশনে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী. ৩ছেলে,২ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ওগুনগ্রাহী রেখে গেছেন। সোমবার(১৫ আগষ্ট) বাদ জহুর সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কমলাপুর মাটিয়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সদা হাসোজ্জল ও বন্ধু বৎসল আব্দুল আউয়াল এর মৃত্যুতে ব্যক্তিবর্গ ও সামজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।