ভয়েস অব ফরিদপুর নিউজ : ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড়ে অবস্থিত মাহফুজের চা ও মুদির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে তার চায়ের দোকান ও মুদি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে।ক্ষয় ক্ষতির পরিমান আড়াই লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।ফরিদপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈই জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বুধবার (১৩ জুলাই) রাত আনুমানিক তিনটার দিকে এই অগ্নিকান্ডে সুত্রপাত বলে জানা গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।তার আগে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।পুড়ে যাওয়া মাহফুজের মুদি দোকানের একটি ফ্রিজ,মালামা্ল রাখার একটি সোকেজ,দোকানের ভেতরে সাজানো তাক,ঈদের জন্য দোকানে ওঠানো মালামাল,দোকানের টিন,কাঠ খুটিসহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে।অসহায় হয়ে পড়েছে দরিদ্র চা বিক্রেতা মাহফুজ।মা,স্ত্রী,সন্তান,ভাই ভাতিজাসহ ১০জনের সংসার চলে এ দোকানের রোজগার থেকে,এখন তিনি নি:স্ব হয়ে পড়েছেন।খবর পেয়ে পৌরসভার ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানু অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন।দরিদ্র চা বিক্রেতা মাহফুজ এই ক্ষতি কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা কামনা করেছেন।