ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করেছে ফরিদপুরের ঈশান ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র মো:আব্দুল্লাহ খান ।প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে থেকে তৃতীয় স্থান লাভ করায় আনন্দে উৎসবে মেতেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ঈশান ইনস্টিটিউশনের শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা ।মেধাবী ছাত্র মো:আব্দুল্লাহ খান ২০১৯ সালে ঈশান ইনস্টিটিউশন থেকে বাণিজ্য বিভাগ-এ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫(ফাইভ) পেয়ে উত্তীর্ণ হন।
তার এই সাফল্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার(৪জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।মিষ্টি মুখ করানো হয় ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিভাবক ও অতিথিদেরকে। এসময় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশান ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও এ্যডভোকেট মোঃ শহিদুল ইসলাম মজনু , বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম ইউসুফ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক লিপিকা সাহাসহ শিক্ষক,অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় গ ইউনিটে ভর্তি পরিক্ষা তৃতীয় স্থান অধিকারী মো: আব্দুল্লাহ খান জানান,একজন শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করলে ভালো রেজাল্ট করা সম্ভব।সে ভবিষৎ এ কি হতে চান এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ জানান,বিষয়টি আমি এখনই বলতে চাই না তবে দেশ ও মানুষের কল্যানে আজীবন কাজ করে যেতে চান তিনি।