নিজ এলাকার পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধীত হলেন নর্থচ্যানেল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মো: মোফাজ্জেল হোসেন।রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মো: মোফাজ্জেল হোসেনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরন করে নেয়া হয়।
পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: চুন্নু মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা সভার বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল উদ্দিন সরদার,ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লালন ফকীর,সেক্রেটারী মো: হেলালউদ্দিন মাস্টার,অভিভাবক অমেদ আলী সরদার,আলম ব্যাপারী,ফরহাদ মোল্লা বক্তব্য রাখেন।এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যগন,অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভার নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মো: মোফাজ্জেল হোসেন বলেন,আজ আপনারা আমাকে যে সম্মান জানালেন তাতে আমি অভিভুত।আমি পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহন করবো। আমি ছাত্র-ছাত্রীদের মানুষিক উৎকর্ষ ও আনন্দ দায়ক শিক্ষার জন্য আমার নিজ খরচে প্রতি বছর শিক্ষা সফরের ব্যবস্থা করবো।বিদ্যালয়ে একটি শহীদ মিনার স্থাপন করা হবে,বিদ্যালয়ের মাঠ টি খেলাধুলার উপযোগি করতে মাটি দিয়ে মাঠ ভরাট করা হবে।এছাড়াও দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পরশউল্লাহ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি দেয়া হবে। হাজী মো: মোফাজ্জেল হোসেন পদ্মারচর মাধ্যমিক বিদ্যালয় কে একটি অধুনিক মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।