কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এর আগে ১১ থেকে ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত করে মন্ত্রী পরিষদ বিভাগ। কিন্তু আগের দিন ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেয়ায় সেটি পিছিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২০ সালে করোনার কারণে ডিসি সম্মেলন হয়নি। ২০২১ সালের শেষের দিকে ডিসি সম্মেলনের জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ দফায়ও ডিসি সম্মেলন নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সম্মতিতে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠান আয়োজন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপনের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার সিদ্ধান্ত হলে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে জটিলতায় পড়ে মন্ত্রী পরিষদ বিভাগ। আগামী ১১-১৩ জানুয়ারি ডিসি সম্মেলনের তারিখ পরিবর্তন করা উদ্যেগ নেয়। সম্মেলনের তারিখ পিছিয়ে ১৮ থেকে ২০ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয় মন্ত্রী পরিষদ বিভাগ।
জানতে চাইলে মন্ত্রী পরিষদ বিভাগের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন অতিরিক্ত সচিব বলেন, ডিসি সম্মেলন ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে।