ফরিদপুর জেলার ৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার বৃদ্ধিতে সচেতনতামূলক সমাবেশ ও তাদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম-প্রজেক্ট অপরাজিতা সুরক্ষার উদ্বোধন করা হয়েছে ।
বুধবার(১৭ আগষ্ট) বেলা ১১টায় শহরতলীর ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ে প্রজেক্ট অপরাজিতা সুরক্ষা কার্যক্রমের অনুষ্টিানিক উদ্বোধন করে বিশিষ্ট আইনজীবি নারীনেত্রী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী।হিউম্যানিটি ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশন ও ভলান্টিয়ার অপার্টুনেটি এর অর্থায়নে ও নন্দিতা সুরক্ষা ফরিদপুরের আয়োজনে অনুষ্টিত প্রজেক্টটির উদ্বোধনী অনুষ্টানে ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি , নন্দিতা সুরক্ষার অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি মিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি জানান,প্রজেক্ট অপরাজিতা সুরক্ষা লক্ষ্যমাত্রা – ৯ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থান – ফরিদপুর জেলা ছাত্রী সংখ্যা – ৭৫০ জন। পাশাপাশি স্কুলে এসে হঠাৎ ঋতুস্রাব অথবা ও ভাব ফ্লো হলে ছাত্রদের লজ্জা থেকে বাঁচাতে পার্টেক্সের বক্সে স্যানিটারি ন্যাপকিন, অর্ন্তবাসের ব্যবস্থা করা।