জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুরের সর্বস্তরের মানুষ। এসময় দেশ ও বঙ্গবন্ধুর বিরোধী কুচক্রীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ৮টায় ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো: আলিমুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের প্রসাশক এ্যডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, আবুল ফয়েজ শাহনেওয়াজ ও নজরুল ইসলাম জামাল সহ মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সাংবাদিকগণ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি হাজারো মানুষ। তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে স্বাধীনতা সংগ্রামের মহানায়ককের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের বিষয়ে শতাধিক ছবি প্রদশর্নী ও রক্ত দান কর্মসূচি পালন করা হয়। জাতীয় শোকের এই দিনে ফরিদপুরের সকল সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী অফিস ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের থানা রোডস্থ দলীয়কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ফরিদপুরের পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি উপলক্ষে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতি নারীদের বিশেষ সেবা দান কর্মসূচির আয়োজন করে। ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ড এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।